রাজনীতি
রওশন এরশাদ লন্ডনে

ওমেনঅাই:সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৩তম অধিবেশনে যোগদান শেষে ব্যক্তিগত সফরে লন্ডন পৌঁছেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। তার সঙ্গে রয়েছেন বিরোধীদলীয় হুইপ সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য সেলিম উদ্দিন।
আজ শনিবার সকালে জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শুক্রবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে ইউকে জাতীয় পার্টির সভাপতি মো. মুজিবুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদ, যুগ্ম সম্পাদক সায়েফ রহমানসহ দলের নেতাকর্মীরা স্বাগত জানান।
লন্ডনে এক সপ্তাহ অবস্থানকালে রওশন এরশাদের যুক্তরাজ্য দলীয় মতবিনিময় সভায় অংশগ্রহণের কথা রয়েছে।
ঢাকা, ২৪ অক্টােবর(ওমেনঅাই২৪ডটকম)//এসএল//