রবিবার থেকে শুরু হচ্ছে উইমেন ফেয়ার

ওমেনঅাই:চট্টগ্রামে রবিবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী নবম আন্তর্জাতিক উইমেন এসএমই এক্সপো বাংলাদেশ-২০১৫। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রতিবছরের ন্যায় নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার-প্রসার, ভোক্তা ও উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক স্থাপনে এ মেলা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। মেলায় ইরান, পাকিস্তান, ভারত ও থাইল্যান্ড অংশ নিচ্ছে।
মেলার সার্বিক প্রস্তুতির কথা জানিয়ে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি ও সাবেক সিটি কাউন্সিলর রেখা আলম চৌধুরী জানান, এবারের মেলায় ৩৫০টি স্টল, ১৫টি প্যাভিলিয়ন ও একটি এক্সিবিশন হল রয়েছে। এ ছাড়া পাঁচ দিনব্যাপী মোবাইল ও আইটি ফেয়ার, অনলাইন শপ ফেয়ার এবং আবাসন খাতে উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘হাউজিং ফেয়ার’ আয়োজন করা হবে।
২১ অক্টোবর থেকে এ মেলা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে মেলা শুরু করা যায়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিভিন্ন সাবসেক্টরের উদ্যোক্তাদের মেলায় অংশগ্রহণের সুযোগ দিতে সপ্তাহে পাঁচদিন ‘মেলার মধ্যে মেলা’র আয়োজন করা হয়েছে বলেও জানান এই নারী উদ্যোক্তা।
তিনি জানান, এসএমই খাতে নারী উদ্যোক্তাদের এসএমই ব্যাংকগুলোর সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় আয়োজন করা হচ্ছে ‘এসএমই ব্যাংকিং ম্যাচ-মেকিং ফেয়ার’। এখানে তাৎক্ষণিকভাবে ঋণ গ্রহণে আগ্রহী এসএমই নারী উদ্যোক্তাদের নির্বাচন করে সংশ্লিষ্ট ব্যাংকে ঋণ প্রদানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান ও এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চিটাগং উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি কামরুন মালেক, সিনিয়র সহ-সভাপতি গুলশানা আলী, সহ-সভাপতি আইভি হাসান, সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেদা এ আউয়াল, মেলার কো-চেয়ারম্যান সুলতানা নুরজাহান রোজী, আবিদা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা, ২৪ অক্টােবর(ওমেনঅাই২৪ডটকম)//এসএল//