জাতীয়
বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক

ওমেন আই :
বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সকাল ১০টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের ২২৯, জাতীয় পার্টির (জাপা) ৩৩, ওয়ার্কার্স পার্টির ছয়, জাসদের পাঁচজনসহ জাতীয় পার্টি (জেপি), বিএনএফ ও তরিকত ফেডারেশনের একজন করে এবং স্বতন্ত্র ১৪ জনসহ মোট ২৯০ জন সাংসদ নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
এর মধ্যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে বিজয়ী হওয়ায় রংপুর-৩ আসনটি ছেড়ে দেন। এর ফলে ২৮৯ জন সংসদ সদস্য শপথ নেন।