
ওমেনঅাই: যত দিন গড়াচ্ছে ততই ডালপালা মেলছে বাংলাদেশের ক্রিকেট। ব্যপ্তি বাড়ছে, সঙ্গে ঝুলিতে জমা পড়ছে দারুণ সব সাফল্য। এই যাত্রায় পিছিয়ে নেই বাংলাদেশের মেয়েরাও। ছেলেদের পাশাপাশি নারী ক্রিকেট দলও এগিয়ে চলেছে। এর সঙ্গে মঙ্গলবার যোগ হলো আরো একটি সাফল্য। মঙ্গলবার ঘরোয়া ক্রিকেটে প্রথম আম্পায়ার হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন সাবেক তিন নারী ক্রিকেটার। প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকসুদা লিসা, ডলি রানী সরকার ও ফাতেমা তুজ জোহরা। বিসিবির আম্পায়ার হিসেবেই নিবন্ধিত হয়েছেন তারা। বিসিবির মহিলা কমিটি ও আম্পায়ার্স কমিটির উদ্যোগেই তাদের তিনজনকে নিয়ে শুরু হল এ যাত্রা। প্রথম বিভাগ মহিলা ক্রিকেট লিগের আরবান স্পোর্টস ও ইস্টার্ন স্পোর্টসের ম্যাচে মঙ্গলবার আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন মাকসুদা লিসা। ডলি রানী সরকার ও ফাতেমা তুজ জোহরা আগে বিকেএসপিতে কিছু প্র্যাকটিস ম্যাচে কাজ করেছেন। তারা দুজনই বিকেএসপির কোচ।
ঢাকা, ১১ নভেম্বর (ওমেনঅাই২৪ ডটকম)//এসএল//