কাবুলে প্রথম পুলিশপ্রধান নারী

ওমেন আই:
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি অন্যতম জেলার পুলিশপ্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্তহলেন কর্নেল জামিলা বায়াজ নামের এক নারী।
দেশটিতে পুলিশের এমন একটি বড় পদে এই প্রথম কোনো নারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হলো।
তিনি এমন এক সময় এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন, যখন আফগানদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর শুরু হয়েছে। এ বছর সেখানে গুরুত্বপূর্ণ উপনির্বাচন এবং দেশটি থেকে ন্যাটোর যুদ্ধ সেনা প্রত্যাহার শুরু হবে।
প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বায়াজকে (৫০) নিয়োগ দেওয়া হয়। রাজধানী কাবুলের মধ্যে ওই জেলাটি অন্যতম গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
দ্য টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পুলিশের পেশায় বায়াজের ২৫ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাবুল দপ্তরে দায়িত্বরত ছিলেন। কাবুলের প্রথম পুলিশ জেলার প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার মধ্য দিয়ে তিনি দেশটির নারী পুলিশ কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠত্ব অর্জন করলেন।
নিয়োগ পাওয়ার পর বায়াজ বলেছেন, অধিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবেন।
অপর এক প্রতিক্রিয়ায় বায়াজ বলেন, তার এই নিয়োগ পুলিশ বাহিনীতে নারীদের যোগ দেওয়া উৎসাহিত করবে বলে মনে করেন তিনি।
তবে বায়াজের জন্য পেশাগত ঝুঁকিও রয়েছে। দেশটিতে নারী পুলিশ সদস্যরা তালেবানদের হামলার লক্ষ্যবস্তু হচ্ছেন। গত বছরই দেশটির সবচেয়ে জ্যেষ্ঠ নারী পুলিশ কর্মকর্তা হেলমান্দে গুলিতে নিহত হন।