জাতীয়
প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনেও যাচ্ছেন না

ওমেনঅাই: এবার মাল্টায় কমনওয়েলথ শীর্ষ সম্মেলনেও যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে তিনি ফ্রান্সের ইউনেস্কো সম্মেলনের সফরও বাতিল করেন।
এবারের কমনওয়েলথ শীর্ষ সম্মেলন মাল্টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৫ থেকে ২৯ নভেম্বর।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো একটি চিঠিতে মাল্টা সফর বাতিলের বিষয়টি জানিয়ে বলেছে, ওই সফরসংক্রান্ত সকল কার্যক্রম বাতিল করার জন্য সবিনয় অনুরোধ জানানো যাচ্ছে।
তবে ওই চিঠিতে প্রধানমন্ত্রীর সফর বাতিলের কারণ সম্পর্কে কিছু হয়নি।
ঢাকা, ১৯ নভেম্বর (ওমেনঅাই২৪ডটকম)//এসএল//