রাজনীতি
আওয়ামী লীগের সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রি শেষ

ওমেন আই : জাতীয় সংসদে নারীদের সংরক্ষিত আসনের জন্য আওয়ামী লীগের আটশর বেশি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শুক্রবার রাত দশটা পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি হয়।এবার আওয়ামী লীগের ৩৮ টি সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়া হবে।
এবার সংরক্ষিত আসনে আলোচিতদের মধ্যে মনোনয়নপত্র কিনেছেন নায়িকা সুজাতা, ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী, ফাল্গুনী হামিদ, রোকেয়া প্রাচী ও সুলতানা সাফি।
এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এবার নারীদের জন্য সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রি নতুন ও প্রবীণদের মিলণ মেলায় পরিণত হয়েছে। যারা দলের জন্য নিবেদিত এবং সরকারের রূপকল্প-২০৪১ বাস্তবায়নে দলের হাতকে আরো শক্তিশালী করতে পারবে, দল তাদের মনোনীত করবে। এক্ষেত্রে কোনো আপোস করা হবে না এবং অলংকার হিসাবেও কাউকে মনোনয়ন করা হবে না।