নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গ’ ইউনিটের ভর্তির ফল প্রকাশ

ওমেনঅাই: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘গ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ‘গ’ ইউনিটের আওতায় (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ, মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ফলাফল, মেধাতালিকা, অপক্ষেমান তালিকা-১ এবং অপেক্ষমান তালিকা-২ প্রকাশ করা হয়েছে। সোমবার রাতে ‘গ’ ইউনিট প্রধান সমন্বয়কারী প্রফেসর ড. সুব্রত কুমার দে, (ডীন, ব্যবসায় প্রশাাসন অনুষদ) জানান, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ‘গ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ ও ভর্তি তারিখ এবং অন্যান্য তথ্যাবলি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গতকাল সোমবার ‘গ’ ইউনিটের ১৬৫ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৪শত ৩৫জন শিক্ষার্থী।
ঢাকা, ২৪ নভেম্বর (ওমেনআই২৪ডটকম)//এসএল/