`স্তব্ধ হবো না, আমৃত্যু লড়াই চলবে:তসলিমা নাসরিন

ওমেনঅাই: বাংলাদেশের বিতর্কিত ও নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বলেছেন, আমি মনে করি, মৌলবাদীরা আমাকে হত্যা করতে চায়। কিন্তু আমি তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই। আমি যদি লেখালেখি থামাই, এর অর্থ তারা জিতে গেল এবং আমি পরাজিত হয়ে গেলাম। আমি সেটা করতে চাই না। আমি স্তব্ধ হবো না। আমি আমৃত্যু তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
শনিবার দিল্লিতে টাইমস লিটফেস্টে দর্শণার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তসলিমার পাশাপাশি উপস্থিত ছিলেন অনেক নামজাদা সাংবাদিক ও লেখক। তারাও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তসলিমা নাসরিনের একটি নিবন্ধ ভারতের কানাড়ার একটি পত্রিকা অনুমতি ছাড়াই প্রকাশ করে। এতে সেখানে দাঙ্গার সূত্রপাত ঘটে। এ সম্পর্কে তসলিমাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, দাঙ্গার জন্য লেখকরা নয়, দাঙ্গাবাজরা দায়ী। দাঙ্গাবাজরা বই পড়ে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
ঢাকা,৩০ নভেম্বর (ওমেনআই২৪ডটকম)//এসএল/