জাতীয়
উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা: নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

ওমেন আই:
উপজেলা পরিষদের প্রথম দফার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ১০২ টি উপজেলা পরিষদের নির্বাচন।
রোববার নির্বাচন কমিশনে উপজেলা পরিষদ নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।
সিইসি জানান, এ নির্বাচনের মনোনয়ণপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ তারিখ ২৭ জানুয়ারি। আর প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৩ ফেব্রুয়ারি।