যৌতুকের জন্য নববধূ খুন

ওমেন আই: বিয়ের একমাস না যেতেই মাত্র ৪৮ হাজার টাকার জন্য গফরগাঁও উপজেলার দৌলতপুর গ্রামে স্বামী-শ্বশুরের নির্মম অত্যাচারে প্রাণ হারালো সীমা আক্তার (১৮)।
রোববার সকালে শ্বাসরোধ করে হত্যা করা হয় সীমা আক্তারকে। এ ঘটনার পর বাড়ির লোকজন পালিয়ে যায়। যৌতুক না দেওয়ায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সীমার পিতা রইছ উদ্দিন মোল্লা।
মাত্র মাসখানেক আগে উপজেলার দৌলতপুর গ্রামের মোহাম্মদের ছেলে সোলায়মান (২২) এর সঙ্গে পার্শ্ববর্তী রৌহা গ্রামের রইছ উদ্দিন মোল্লার মেয়ে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের সময় ১ মাসের মধ্যে ৬০ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা স্বীকার করে সীমার বাবা। বিয়ের সময় সীমার বাবা ১২ হাজার টাকা যৌতুক পরিশোধ করে। নির্দিষ্ট সময়ে বাকী ৪৮ হাজার টাকা না দেওয়ায় আজ সকাল ১১ টার দিকে সীমার সাথে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজনের তর্ক শুরু হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পড়শীদের সূত্রে খবর পেয়ে সীমার পরিবারের লোকজন থানা পুলিশের সহায়তায় সীমার স্বামীর ঘরের সামনে উঠান থেকে সীমার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।