রংপুরে অপহরণের পর স্কুলছাত্রীর লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি,
অপহরণের ২৫ দিন পর এক স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে রিয়া আক্তারের (৭) লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পীরগাছা থানার ওসি মকবুল হোসেন
উপজেলার পরাণ গ্রামের আব্দুর রহিমের মেয়ে রিয়া পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।
রিয়ার বাবা আব্দুর রহিম বলেন, গত বছরের ২৪ ডিসেম্বর বিকেলে রংপুরে পীরগাছা উপজেলায় মুক্তিপণের দাবিতে অপহৃত হয় রিয়া। অপহরণকারীরা চারলাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ব্যাপারে ৭ জানুয়ারি পীরগাছা থানায় অপহরণ মামলা করেন।
ওসি মকবুল হোসেন বলেন, অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে রোববার বিকালে রহিমের পড়শী আব্দুর রহিম মুন্সির ছেলে সালাউদ্দিন তালুতকে (২২) গ্রেপ্তার করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সন্ধ্যায় একই গ্রামের আব্দুল হকের পুকুর সংলগ্ন পরিত্যক্ত ল্যাট্রিনের সেপটিক ট্যাংক থেকে রিয়ার বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়।