ভারতে বাড়ছে মাতৃত্বকালীন ছুটির মেয়াদ

ওমেনআই: ভারতে বাড়ছে বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির মেয়াদ।
এমনই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বিদ্যমান ১২ সপ্তাহ (৩ মাস) থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ (সাড়ে ৬ মাস) করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভারতের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টাইমস এক খবরে এ তথ্য জানিয়েছে।
নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী বলেন, জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত একজন শিশুর জন্য বুকের দুধ অপরিহার্য। এ বিষয়টিকে মাথায় রেখে আমরা মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর জন্য শ্রম মন্ত্রণালয়কে চিঠি দিই। শ্রম মন্ত্রণালয় তাতে সম্মতি জানিয়ে বিদ্যমান ছুটির মেয়াদ বাড়িয়ে সাড়ে ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ৩২ সপ্তাহ বা ৮ মাস করার জন্য শ্রম মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। একইসঙ্গে মাতৃত্বকালীন ছুটির মেয়াদে পূর্ণ বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধা বহাল রাখারও প্রস্তাব দেওয়া হবে।
মন্ত্রণালয়ের মাতৃত্বকালীন ছুটির মেয়াদ বাড়ানোর পদক্ষেপকে অনেকে স্বাগত জানালেও উদ্বেগ প্রকাশ করেছে কয়েকটি শ্রমিক ইউনিয়ন। তারা বলছেন, এর ফলে বেসরকারি খাতে নারীদের চাকরি পাওয়া নিয়ে নতুন করে জটিলতার সৃষ্টি হতে পারে।
ঢাকা, ৩০ ডিসেম্বর (ওমেনআই২৪ডটকম)//এসএল/