ভারতে ধর্ষিত দুই বাংলাদেশি তরুণীকে হোমে রাখার নির্দেশ

ওমেন আই :
চোরাপথে ভারতে ঢুকতে গিয়ে ধর্ষণের শিকার হওয়া দুই বাংলাদেশি তরুণীর জবাননন্দি নিল বনগা মহকুমা আদালতের বিচারক। সেইসঙ্গে ওই দুই বাংলাদেশি তরুণীকে কলকাতার একটি হোমে রাখার নির্দেশ দিয়েছে। সোমবার আদালত এ নির্দেশ দেন।
এদিন ওই দুই বাংলাদেশি তরুণীকে বনগা মহকুমা আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুন চক্রবতী-এর এজলাসে তোলা হয়। বিচারক তাদের গোপন জবাননন্দি নেন এবং পরে তাদের হোমে রাখার নির্দেশ দেয়া হয়।
এদিন এই মামলার সরকার পক্ষের আইনজ়ীবী সমির দাস জানান, গোটা ঘটনার তদন্তের স্বার্থে ওই দুই বাংলাদেশি তরুণীকে আপাতত কলকাতার একটি হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে।
জানা গিয়েছে, তারা বাংলাদেশ থেকে দালাল মারফত মুম্বাইয়ে কাজের লোভে গত শনিবার চোরাপথে ভারতে ঢোকে। সেই সময় ভারত-বাংলাদেশ সীমান্তের ইছামতী নদী পার হয়ে নোম্যানস ল্যান্ড এলাকায় নামতেই নৌকার দুই মাঝি মিলে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে আঙ্গরাইল সীমান্তের বিএসএফের ৪০ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা নোম্যানস ল্যান্ডে অচৈতন্য অবস্থায় ওই দুই তরুণীকে উদ্ধার করে গাইঘাটা থানার পুলিশের হাতে তুলে দেয়।