জাতীয়
ব্যক্তি উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ওমেনআই: সমাজের কল্যাণে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে কাজী মাহাবুব উল্লা স্মৃতি পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, শিক্ষা বিস্তারে সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। সরকারের পাশাপাশি ধনী ও সামর্থ্যবান ব্যক্তিদেরকে শিক্ষা বিস্তারে এগিয়ে আসা উচিত।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরতার হার ছিলো ৪৫ শতাংশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা দ্রুত বেড়ে যায়। ১৯৯৮ সালে অল্প সময়ের মধ্যেই স্বাক্ষরতার হার বাড়াতে সক্ষম হয়েছি।
সু-শিক্ষিত জাতি ছাড়া কখনও দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে শেখ হাসিনা কুসংস্কার ও জঙ্গিমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা, ১৬ জানুয়ারি (্ওমনেআই২৪ডটকম)//এসএল//