স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর ৩ বছরের কারাদণ্ড

ওমেন আই: চট্টগ্রামে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। একই সঙ্গে টাকা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের সাজা দিয়েছেন।
মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল-২ এর বিচারক জাকির হোসেন এই আদেশ দেন। দন্ডিতের নাম মোহাম্মদ মাছুম। তিনি বরিশালের বাবুগঞ্জের চাটপাশ এলাকার আবু ইউছুফের ছেলে।
আদালত সূত্র জানায়, পটিয়ার বাকদন্ডি এলাকার আবুল কালামের কন্যা সুমি আকতার ২০০৩ সালের ২৪ জুন তার স্বামী মাসুমের বিরুদ্ধে যৌতুকের অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলার যুক্তিতর্ক শেষে ঘটনার সত্যতা পেয়ে আদালত মাসুমকে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ডের সাজা দিয়েছেন।
বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন মানবাধিকার আইনজীবী এডভোকেট জিয়া হাবীব আহ্সান, এডভোকেট মো. শরীফ উদ্দীন, রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পি,পি এম. এ নাছের চৌধুরী।
তবে মাসুম পলাতক থাকায় যেদিন গ্রেফতার হবে সেদিন থেকেই সাজা কার্যকর হবে বলে জানান, রাষ্ট্রপক্ষ আইনজীবী এম.এ নাছের উদ্দিন।