সারাদেশ
ওড়না পেচিয়ে নারীর মৃত্যু

ওমেন আই : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সার চাকার সঙ্গে ওড়না পেচিয়ে রিকসা থেকে পড়ে শাহারা বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন।
মঙ্গবার দুপুর পৌনে একটার দিকে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহারা বেগম পার্শ্ববর্তী চরপাড়া এলাকার মমতাজ উদ্দিনের স্ত্রী ।
ভোলাব ফাড়ি ইনচার্জ (এসআই) হাফিজুর রহমান জানান, দুপুরে হাটাব এলাকা থেকে ব্যাটারি চালিত অটোরিক্সাযোগে চরপাড়া এলাকার নিজ বাড়িতে যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের কালাদি এলাকায় চাকায় তার ওড়না পেচিয়ে গেলে সে অটোরিক্সা থেকে পড়ে যায়। এ সময় অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান হাফিজুর রহমান।