শিল্প-সংস্কৃতি
পঞ্চনারী রোজী সিদ্দিকী

ওমেন আই:
২৩ জানুয়ারি শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মঞ্চস্থ হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের নাটক ‘পঞ্চনারী আখ্যান’। হারুন রশীদের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং এতে একক অভিনয় করেছেন রোজী সিদ্দিকী।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় আছেন আফজাল হোসেন, সঙ্গীত পরিকল্পনায় শিমুল ইউসুফ, চন্দন চৌধুরী, পোশাক পরিকল্পনায় নাসরিন নাহার, আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ এবং সহকারি নির্দেশক হিসেবে রয়েছেন রুবাইয়াৎ আহমেদ ও সাইদ রিংকু।