বুধবারের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

ওমেনঅাই: বুধবার (২৭ জানুয়ারি) সকালের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার (কোম্পানি অ্যাফেয়ার্স) শাহ জাহান।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাতে তিনি বিষয়টি জানান।
শাহ জাহান বলেন, সিদ্দিরগঞ্জ-বখরাবাদের পাইপলাইনের কাজ করছিলো গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)। এ কারণে গ্যাস সরবরাহে কিছুটা সমস্যা দেখা দিয়েছিলো। ইতোমধ্যে সে কাজ শেষ হয়েছে, গ্যাস চলাচলও স্বাভাবিক হয়ে গেছে। বুধবার সকালের মধ্যে সব জায়গার গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।
এক মাসেরও বেশি সময় ধরে গ্যাস সঙ্কট চলছিলো। গত তিন-চার দিন এ সঙ্কট আরও প্রকট আকার ধারণ করে।
এ সঙ্কটের কারণে রাজধানীর পূর্ব রামপুরা, সিদ্ধেশ্বরী, বনশ্রী, বাড্ডা, তেজগাঁও, তেজকুনিপাড়া, মগবাজার, নাখালপাড়া, শেওড়াপাড়া, কাজীপাড়া, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর, গোলাপবাগ, গোপীবাগ, মানিকনগর, ওয়ারিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অসহনীয় দুর্ভোগে পড়ে জনসাধারণ।
গ্যাসের এ সঙ্কটের প্রভাব পড়ে জাতীয় সংসদেও। এ কারণে রান্না হয়নি সংসদের ক্যান্টিনে। বিড়ম্বনায় পড়েন সংসদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গ্যাস সঙ্কট প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, আমিও অনেকক্ষণ অপেক্ষা করে সংসদের ক্যান্টিনে খাবার না পেয়ে বাসায় চলে যাচ্ছি। কিন্তু সেখানেও গ্যাস নেই। এ সমস্যা শুধু সংসদে নয়, পুরো ঢাকা শহরেই। আশা করি, কয়েকদিনের মধ্যেই তা ঠিক হয়ে যাবে।
ঢাকা, ২৭ জানুয়ারি (্ওমেনআই২৪ডটকম)//এসএল/