বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমা’র নামাজ আদায়

ওমেন আই :
তুরাগ তীরে দেশী-বিদেমী লাখো মুসল্লি আদায় করলেন জুমার নামাজ। দেশের বৃহত্তম এ জুমার নামাজে অংশ নিতে সকাল থেকে তুরাগ তীরে ঢল নামে মুসল্লিদের।
জুমার নামাজের ইমামতি করেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মওলানা যুবায়ের।
নামাজ আদায় করার জন্য তুরাগ তীরের নির্ধারিত অংশ ছাড়াও এর আশপাশের রাস্তা ও গলিগুলোতেও অবস্থান নেন মুসল্লিরা।
এর আগে শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার ১ম পর্ব। এরপর বয়ান শুরু করেন বাংলাদেশের মাওলানা মোহাম্মদ হোসেন। বিকেলে বয়ানে থাকবেন দিল্লীর মওলানা সাদ।
মূলমঞ্চের বয়ান বাংলায় অনুবাদ করছেন বাংলাদেশের মওলানা মাহমুদ।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছেন দেশের ৩২টি জেলার মুসল্লিরা। চার দিন বিরতি দিয়ে ৩১ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব।