অপরাধ
দুই শিশুকে মা-ই হত্যা করেছে : র্যাব

ওমেনআই: রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই শিশুকে তাদের মা-ই শ্বাসরোধে হত্যা করেছেন বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার সকালে র্যাব-৩ এর অধিনায়ক সরোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সরোয়ার হোসেন জানান, শিশু দুটি মা মাহফুজা মালেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তিনি শ্বাসরোধে দুই শিশুকে হত্যা করেছেন।
তবে শিশু দুটির বাবাও এতে জড়িত থাকতে পারে বলে জানা গেছে।
ঢাকা, ০৩ মার্চ (ওমেনআই২৪ডটকম)//এসএল//