প্রীতির বিয়ের নেপথ্যে

ওমেনঅাই: ২৯ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিতি জিনতা। কাজটি সারার পরও গণমাধ্যম এ বিষয়ে নিশ্চিত ছিল না। এবার নিজেই জানালেন নিজের বিয়ের খবর। আর এও জানালেন কেন অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিলেন।
৪০ বছর বয়সী এই অভিনেত্রী ফেইসবুকে লেখেন, ‘আমি ‘মিস তকমা’ বেশ গাম্ভীর্যের সঙ্গেই এতদিন ধরে রেখেছিলাম’। অবশেষে আমি যথেষ্ট ভালো (গুড এনাফ) কাউকে পেলাম।
এখানে স্বামী জিন গুডএনাফের নাম নিয়ে মজা করেন প্রিতি! পরে তিনি তার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পাঠানো শুভেচ্ছাবার্তার জবাবে তাদের ধন্যবাদ জানান।
মার্কিন নাগরিক জিন গুডএনাফ একজন অর্থনৈতিক বিশ্লেষক। শোনা যায় গত ১৮ মাস ধরে তার সঙ্গে প্রেম করছিলেন প্রিতি। যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ভারতীয় রীতিতেই জিনের গলায় মালা পড়ালেন এই অভিনেত্রী।
সম্ভবত এপ্রিলে মুম্বাইয়ে জমকালো একটি বিবাহোত্তর সংবর্ধনা আয়োজন করতে যাচ্ছেন এই জুটি। এর আগে বোম্বে ডায়িং-এর মালিক নেস ওয়াদিয়ার সঙ্গে প্রায় ৫ বছরের সম্পর্ক ছিলো প্রিতির।
ঢাকা, মার্চ ০৭ (ওমেনঅাই২৪ডটকম)//এসএল//