কলেজ ছাত্রীকে অপহরণ ও হত্যার অভিযোগ

ওমেন আই :
জমি কেনার টাকা ফেরত চাওয়ায় অপহরণের পর পিটিয়ে হত্যা করা হয়েছে এক কলেজ ছাত্রীকে।
গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে ওই ছাত্রীর মৃত্যু মৃত্যু হয়।
নিহত কলেজ ছাত্রীর নাম আদরী ঢালী (১৬)। সে টুঙ্গিপাড়া উপজেলার ভৈরবনগর গ্রামের প্রহলাদ ঢালীর মেয়ে। আদরী টুঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।
নিহতের ভাই বিদ্যুৎ ঢালী অভিযোগ করেন, দুই বছর আগে এলাকার অসীম হাজরাকে তার বাবা ৫ লাখ টাকা দেন। কিন্তু জমি দলিল করে না দিলে প্রহলাদ টাকা ফেরত চাইলে নানাভাবে ঘুরাতে থাকে অসীম।
এ নিয়ে অসীমকে চাপ দিলে গত সোমবার থেকে আদরী পাওয়া যাচ্ছিল না।
পরে বৃহস্পতিবার আদরীকে মারাত্মক আহতাবস্থায় টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
পরে ওই দিন রাতে গোপালগঞ্জ সদর হাসপাতালে আদরীকে ভর্তি করা হলে শনিবার সকালে সে মারা যায়।
এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।