জাতীয়
মাইক্রোর ধাক্কায় বুয়েট ছাত্রী আহত

ওমেন আই :
রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর পলাশীর মোড়ে সড়ক দুর্ঘটনায় আনিতা তাসমিন নামে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রী আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহত আনিতা জানান, তিনি রিকশায় চড়ে পলাশীর মোড়ের দিকে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি মাইক্রো রিকশাটিকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে।