অপরাধ
রাজধানীতে বাসের চাপায় মা নিহত

ওমেন আই:রাজধানীর ধানমন্ডিতে দুটি বাসের মাঝে পড়ে চাপা খেয়ে এক মা নিহত হয়েছেন।
ছেলেকে ডাক্তার দেখানোর জন্য নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে ধানমণ্ডিতে মেডিনোভা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদা খানম কাকলী (৩৫) মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিংয়ে থাকতেন। তার স্বামী আব্দুল কাদের ইডেন মহিলা কলেজের সহকারী অধ্যাপক।
ধানমন্ডি থানার ওসি মাসুদ করিম বলেন, রাজা সিটি পরিবহনের একটি বাস থেকে নামার পরপরই পিছন থেকে আরেকটি বাস পাল্লা দিয়ে সামনে আসতে চাইলে দুটি বাসের মাঝে পড়ে মারাত্মক আহত হন কাকলী।
পুলিশ তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক কাকলীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এক বাসের চালককে আটক করা হয়েছে। তবে অন্যজন বাস ফেলে পালিয়ে গেছে।