আলুর উৎপাদনে আমরা আনন্দিত:মতিয়া চৌধুরী

ওমেন আই : আলুর উৎপাদনে সন্তোষ প্রকাশ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আলুর উৎপাদন বেড়েছে। এতে আমরা আনন্দিত। তবে আমি জনগণকে বলবো না ভাতের বদলে আলু খান, আমি বলবো দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণ করুন।
বৃহস্পতিবারের জাতীয় সংসদের অধিবেশনে সংশ্লিষ্ট এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে সরকার আলু রপ্তানিতে ১০ শতাংশ কর ফ্রি সুবিধা দিয়েছে । এখন আলু বিদেশে রপ্তানি হচ্ছে। এ আলু দিয়ে চিপস তৈরি হচ্ছে। এর জন্য মেশিন আমদানি করা হচ্ছে এবং কারখানায় উৎপাদিত চিপস বিদেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে শুধু রাশিয়াতেই প্রতিবছর ৭০০ কন্টেইনার আলু রপ্তানি হচ্ছে। আর এ পরিমাণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।’
অপর এক প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, ‘আমরাতো কৃষি উৎপাদনে ভর্তুকি দিচ্ছি, সারে দিচ্ছি, অন্যান্য খাতে দিচ্ছি। তবে সংরক্ষণের জন্য তেমন ভর্তুকি দিতে পারছি না। যদি সব বিষয়ে ভর্তুকি দিতে হয় তাহলে একটি সমস্যা দাঁড়াতে পারে।’
বিকেল সাড়ে চারটায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিনের সভাপতিত্বে সংসদের নির্ধারিত দিনের বৈঠক শুরু হয়।