রাজনীতি
মঙ্গলবার মজীনার সঙ্গে বৈঠকে বসছেন খালেদা জিয়া

ওমেন আই :
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। মঙ্গলবার রাত ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে উভয় দেশের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে এই প্রথম বৈঠক করতে যাচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত মজিনা। এর আগে সর্বশেষ গত ৩১ ডিসেম্বর বিকেলে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসায় দেখা করেন ড্যান ডব্লিউ মজিনা।