
ওমেন আই: আগামী মার্চে নারী উদ্যোক্তাদের নিয়ে উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এতে দুই শতাধিক নারী উদ্যোক্তাসহ বিভিন্ন বানিজ্যিক সংগঠন, উন্নয়ন সহযোগী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের উদ্যোগে আগামী ১৪ মার্চ রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই সমাবেশ ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ‘নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী-২০১৪’ শীর্ষক দিনব্যাপী এই অনুষ্ঠানে দেশের দুই শতাধিক নারী উদ্যোক্তাসহ বিভিন্ন বানিজ্যিক সংগঠন, উন্নয়ন সহযোগী এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের ব্যাংকঋণ প্রাপ্তির ওপর একটি সেমিনারও আয়োজন করা হবে।
নারী উদ্যোক্তাদের আরও উৎসাহী করার লক্ষ্যে তাদেরকে এক ফ্লাটফর্মে এনে এই সমাবেশ ও পণ্য প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।
গত ১৮ ডিসেম্বরে এ সমাবেশ আয়োজনের কথা থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমাবেশ পিছিয়ে দেয় এসএমই বিভাগ।