সবভুলে গিয়ে বঙ্গবন্ধুর জন্য…

আবু মুসা হাসান, লন্ডন থেকে : দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন সব্যসাচী লেখক সৈয়দ শামুসল হক। কিন্তু তাতেকি? জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য অসুস্থতা ভুলেগিয়ে তিনি ছুটে এসেছিলেন জাতীয় শোক দিবসের কর্মসূচীতে। বাংলাদেশ হাইকমিশন, লন্ডনএর উদ্যোগে ক্যানসিংটন এলকার ওল্ডচ্যালসী টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় জাতির জনককে নিয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করে তিনি তাঁর নিজস্ব ভংগিতে বেশ সাবলীলভাবেই বক্তব্য রাখলেন। শুধুতাইনয়, অনুষ্ঠানে স্বরচিত কবিতাও আবৃতি করলেন।
মঞ্চে ভারপ্রাপ্ত হাই কমিশনার খন্দকার এম তালহার এক পাশে বসেই আলোচনা করলেন সৈয়দ শামুসুল হক। ভার প্রাপ্তহাই কমিশনারের আরেক পাশেছিলেন আর এক কিংবদন্তী আব্দুল গাফফার চৌধুরী। সৈয়দ হকের বক্তব্যের পর আব্দুল গাফফার চৌধুরীও বঙ্গবন্ধুকে নিয়েতার স্মৃতির ভানন্ডার খুলে প্রানবন্ত আলোচনা করেন।