আন্তর্জাতিক
মৌমাছি মারার অভিযোগে এক নারীর জেল

ওমেন আই:
২০ লাখ মৌমাছি মারার অভিযোগে এক নারীকে চার মাসের সাজা দিয়েছেন পোল্যান্ডের আদালত।
অভিযোগে বলা হয়, মশা মারার ওষুধ প্রয়োগ করে ২০ লাখ মৌমাছি মেরেছেন জোন্না এস নামের ওই নারী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই কীটনাশক ব্যবহার করেছেন পৌরসভার মশা–নিরোধক অভিযানের সঙ্গে যুক্ত এই নারী। তাঁর এই পদক্ষেপে যেকোনো ব্যক্তির মৃত্যু হতে পারত। আদালতের এই সিদ্ধান্ত পরিবেশ বিপর্যয় রুখতে সাহায্য করবে বলে মনে করছেন মৌমাছি পালক লুকজান ফুরমানেক।