লাগেজের ভেতর তরুণীর লাশ

ওমেন আই :
রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদ এলাকার রেললাইনের পাশে লাগেজে বন্দি অবস্থায় অজ্ঞাত এক তরুণীর(২২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশের ধারণা, ওই তরুণীরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে শুক্রবার সকাল সাড়ে দশটা পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশের ডেমরা জোনের সহকারি পুলিশ কমিশনার মহিউদ্দিন আহমেদ জানান, সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন রেললাইনের পাশে লাগেজ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে লাগেজটি উদ্ধার করে। লাগেজ খোলার পর ভেতরে ওই তরুণীর লাশ দেখতে পায় পুলিশ।
তিনি জানান, লাগেজের ভেতরের প্রথম ভাগে কাপড় ছিল, কাপড়ের নিচে লাশ এবং লাশের নিচেও কাপড় ছিল।
তিনি জানান, নিহতের শরীরে কোনো জঘমের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহত ওই তরুণী কারো স্ত্রী বা গার্মেন্টকর্মী হবে বলে ধারণা করছে পুলিশ।
তার পরনে ছিল সাদা-কালো রঙয়ের সালোয়ার এবং নীল রঙয়ের কামিস।
পুলিশ জানায়, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুনের সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য লাশ মিডফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।