রাজনীতি
অনেক চোখ রাঙানি উপেক্ষা করে ক্ষমতায় এসেছি:মতিয়া চৌধুরী

ওমেন আই : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে অনেক দূতিয়ালী ও চোখ রাঙানি উপেক্ষা করে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কারও চোখ রাঙানিকে সরকার এখন ভয় পায়না।
বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষিবিদ দিবস ২০১৪ এর আলোচনা সভায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা খাদ্যে স্বয়ংসর্ম্পূণতার দ্বারপ্রান্তে পৌঁছেছি। এখন আর খাদ্যের জন্য কোথায়ও ছুটতে হয় না, হাত বাড়ালেই খাদ্য পাওয়া যায়। তাই কারও চোখ রাঙানিকে আমরা আর ভয় পাই না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাদাত উল্লাহ উপস্থিত ছিলেন।