সবুজবাগে গৃহবধূর লাশ উদ্ধার

ওমেন আই:
রাজধানীর সবুজবাগে আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টায় সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন তার লাশ উদ্ধার করেন। সবুজবাগ থানাধীন পশ্চিম মানিকদির দক্ষিণগাঁও এলাকার ভাড়া বাসার সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আসমার লাশ পাওয়া যায়।
নিহতের ভাই নূর হোসেন বলেন, বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আসমার সাথে তার স্বামীর ঝগড়া হতো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বুধবার সকালে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
এসআই বেলাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আসমা বেগম আত্মহত্যা করেছেন।
আসমার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
নিহত আসমা মাদারীপুর জেলার কালকিনি থানাধীন স্বর্ণসেনা গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।