মাহির ফেসবুক প্রীতি

ওমেন আই:
মাহির রাশিফল এখন বেশ ভাল যাচ্ছে। একের পর এক সফল ছবির জন্য পুরো বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন একাই। দম ফেলার যেন এতোটুকুও সময় নেই।
তবুও এরই মাঝে সময় করে নিয়মিত ফেসবুকে বসছেন মাহি। ভক্তদের সাথে নিয়মিত তার অভিজ্ঞতা শেয়ার করছেন, পছন্দ অপছন্দের কথা গুলো বলছেন। নিজের সব কাজের মধ্যেও সময় করে নিয়ে ফেসবুকিং করছেন।
মাহি তার ফেসবুক একাউন্ট থেকে বেশ ঘন ঘন স্ট্যাটাস এবং ছবি শেয়ার করে তার দর্শক-ফ্যানদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। কখনও আবার তার একান্ত ব্যক্তিগত কিছু তথ্য নিয়ে স্ট্যাটাস দিচ্ছে, স্ট্যাটাসের পরপরই ফ্যানদের প্রশ্ন আর মন্তব্যের বন্যা বয়ে যাচ্ছে মাহির স্ট্যাটাসে। মাহির পোষ্ট করা শুটিং এর ছবি থেকে শুরু করে তার বাসার বিছানায় অথবা হাসপাতালের বেডে শুয়ে থাকার ছবি থাকছে তার ফেসবুক টাইমলাইনে। কখনো বাংলা আবার কখনো ইংরেজি উচ্চারণে ইংরেজিতে দেওয়া স্ট্যাটাসে মাহি তার কাজ এবং লক্ষ্য নিয়ে কথা বলছেন।