সারাদেশ
স্কুলেই আত্মহত্যার চেষ্টা ছাত্রীর

ওমেন আই :
স্কুলের মধ্যেই আত্মহত্যার চেষ্টা করল এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট এলাকার একটি বেসরকারি স্কুলে। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ছাত্রীদের মধ্যে।
পুলিশ সূত্রের খবর, স্কুলের বাথরুমে রাখা মেঝে পরিষ্কারের রাসায়নিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা করল, তা স্পষ্ট নয়।
ঘটনায় স্কুলে গিয়ে ছাত্রীর বন্ধু ও শিক্ষকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসা করা হয়েছে ছাত্রীর অভিভাবককেও। প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির কারণে ওই কিশোরী আত্মহত্যার চেষ্টা করেছে। তবে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা আছে কি না সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। – সংবাদ সংস্থা