অপরাধ
কল্যাণপুরে নারীর রহস্যজনক মৃত্যু,আটক চার

ওমেন আই :
রাজধানী কল্যাণপুরে সাত তলার ছাদ থেকে পড়ে সাদিয়া (১৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৬টায় কল্যাণপুরের ২ নাম্বার লাইনের ১৬ নাম্বার বাসায় এ ঘটনা ঘটে। স্বামী বাদশা ও শাশুড়ি শাহনাজ বেগমসহ আত্মীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় শাহনাজ বেগমসহ চারজনকে আটক করা হয়েছে। সাদিয়ার মৃত্যুর ব্যাপারে ওই চারজন নানা অসঙ্গতিমূলক তথ্য দেওয়ায় তাদের আটক রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।
শাহনাজ বেগম জানান, সাদিয়া তার ছেলে বাদশার বৌ। তবে কী কারণে আর কীভাবে সাদিয়া ছাদ থেকে পড়ে গেছে তা বলতে পারছেন না তিনি।