সাগর-রুনি হত্যা মামলার ৩ আসামির জামিন নামঞ্জুর

ওমেন আই :
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় তিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ এই আদেশ দেয়। একই সঙ্গে মামলার তদন্তের অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।
আসামি তিনজন হলেন- বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসান।
আসামিদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নাকোচ করে দেয় সংশ্লিষ্ট বেঞ্চ। শুনানিতে আসামিপক্ষে ছিলেন এসএম মাসুদ হোসেন দোলন।
এদিকে মামলার অগ্রগতি জানাতে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি জাফর উল্লাহ।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এর পরদিন শেরেবাংলানগর থানায় মামলা করেন রুনির ভাই নওশের। ঐ মামলায় বকুল মিয়া, রফিকুল ইসলাম ও কামরুল হাসানকে গত ১০ অক্টোবর গ্রেফতার দেখানো হয়।