নারী বন্দিদের জন্য আলাদা যানের নির্দেশ

ওমেন আই:
কারাগার থেকে আদালতে যাতায়াতের ক্ষেত্রে নারী ও পুরুষ বন্দিদের জন্য পৃথক পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার এক রিটের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে নারী বন্দিদের পৃথক পরিবহন ব্যবস্থার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন আদালত।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও কারা মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
নারী ও পুরুষ বন্দিদের একই প্রিজন ভ্যানে কারাগার থেকে আদালতে যাতায়াতের সময় যৌন হয়রানি থেকে নারীদের সুরক্ষা চেয়ে রবিবার রিটটি দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
গত রবিবার একটি জাতীয় দৈনিকে ‘প্রিজন ভ্যানে হেনস্তা হচ্ছেন নারী বন্দিরা’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এই সংবাদের ভিত্তিতেই রিটটি দায়ের করা হয়।