অল্পের জন্য বেঁচে গেলেন মানিকছড়ি ইউএনও বিনীতা রানী

ওমেনআই ডেস্ক : অল্পের জন্য বেঁচে গেছেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বিনীতা রানী। যাত্রীবাহী বাসের ধাক্কায় তাকে বহনকারী জিপ গাড়িটির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় তার সফরসঙ্গীসহ কেউ আহত হয়নি। সোমবার বেলা পৌনে ১০টার দিকে মাটিরাঙার নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে পুর্বনির্ধারিত মাসিক সভায় যোগ দিতে খাগড়াছড়ি যাচ্ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার বিনীতা রানী।
বিষয়টি নিশ্চিত করে ঘটনার প্রত্যক্ষদর্শী মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস রং সাইডে এসে পেছন থেকে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। মাটিরাঙা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে।