
ওমেনআই ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান ‘অপারেশন টোয়ালাইটে’ নিহত চার জঙ্গির মধ্যে একজন মুসা বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। তারা জানান, মুসা যেই ছবি দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল সেই ছবির সঙ্গে পুলিশের কাছে থাকা ছবির মিল দেখে তারা পরিচয় নিশ্চিত হয়েছেন। পুলিশের মতে মুসা নব্য জেএমবির শীর্ষ নেতা। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় সেনাবাহিনী ব্রিফিং করে জানায়, আতিয়া মহলের ভেতরে থাকা চার জঙ্গি নিহত হয়েছে, যাদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।