
ওমেনআই ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট চলাকালে ব্যালট পেপার নিয়ে দৌড়ে চলে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে সরকারি সিটি কলেজের পুরুষ কেন্দ্রে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিজামউদ্দিন আহমেদ নামের ওই ব্যক্তি ওই কেন্দ্রের ভোটার নন। তার বাড়ি পাশের শাকতলা এলাকায়। পুলিশ সূত্র জানায়, নিজামউদ্দিন নৌকা প্রতীকের ব্যালট পেপার নিয়ে যাচ্ছিলেন। এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম সাইফুল ইসলাম জানান, এই অপরাধের শাস্তি সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড। এটি আমার এখতিয়ারের মধ্যে পড়ে না। এটি বিচারিক হাকিমের এখতিয়ারে পড়ে। বিচারিক হাকিমকে তিনি ঘটনাটি জানানোর পরামর্শ দেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা বিচারিক হাকিমের জন্য অপেক্ষা করছেন। সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। কেন্দ্রের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।