
ওমেনআই ডেস্ক : কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এ সময় তিনি বলেন, ‘জনগণ যে রায় দেবেন, আমি মাথা পেতে নেব। জয়পরাজয় যা–ই হোক, মেনে নেব।’
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি কুমিল্লা মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভেটাধিকার প্রয়োগ করেন তিনি একথা বলেন। আঞ্জুম বলেন, সকাল থেকে ভোট গ্রহণের পরিবেশ সুন্দর। ভোটারদের উপস্থিতি ভালো। নারী ভোটারদের উৎসাহ বেশি। বিকেল চারটায় ভোট শেষ হওয়া পর্যন্ত এমন সুন্দর পরিবেশ থাকবে বলে তিনি আশা করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একটা সুন্দর পরিবেশে নির্বাচনের জন্য যা যা দরকার, তার সবই দেখতে পাচ্ছি।’ এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই প্রার্থী বলেন, আমি চাই- সবাই নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। জনগণের রায় আমি মাথা পেতে নেব। এর আগে সকাল ৮টায় কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটারদের লাইনে দাঁড়িয়ে সুশৃংখলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে।