
ওমেনআই ডেস্ক : ভোটের উৎসবে নিজেকে শামিল করতে ছেলের হাতে ভর করে ৮০ বছর বয়সি নুরুন নাহার এসেছেন ভোটকেন্দ্রে। ভোট দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে। কুমিল্লার গোয়ারা ইসলামি ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে অবাধে নিজের ভোট দিতে পেরে খুশি এই প্রবীণ নাগরিক। এক ভোটার তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ভোট দিয়া আইছি বাবা। হ খুশি হইছি। ভালো লাগতেছে। হে আমার ছেলে। ওরে ধইরা ধইরা আইছি।’ বয়সের ভারে চামড়া কুঁচকে যাওয়া এই বৃদ্ধা যখন তার অনুভূতি জানাচ্ছিলেন, তখন তার চোখ-মুখ তৃপ্তিতে ঝলমল করছিল।