শহীদদের প্রতি ভারতীয় সেনাপ্রধানের শ্রদ্ধা

ওমেনআই ডেস্ক : ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। আজ শনিবার সকাল পৌনে ৮টায় তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। এরপরই সেনা সদর দপ্তরে বাংলাদেশ সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে ভারতীয় প্রতিনিধিদল গোবিন্দগঞ্জে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের একটি যুদ্ধক্ষেত্র ও বগুড়া সেনানিবাস পরিদর্শন করবেন। এছাড়া বিকেল ৩টায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশেষ বিমানে করে বিপিন রাওয়াতসহ ছয় সদস্যের প্রতিনিধিদল তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে পৌঁছান। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। প্রতিনিধিদলটি তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে আগামী ২ এপ্রিল ঢাকা ত্যাগ করবেন।