অবশেষে নোবেল পুরস্কার নিলেন বব ডিলান

ওমেনআই ডেস্ক : অবশেষে সাহিত্যে নোবেল পুরস্কার গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও গীতিকার বব ডিলান। সুইডেনের গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সুইডেনের রাজধানী স্টকহোমে এক রুদ্ধদ্বার অনুষ্ঠানে নোবেল পুরস্কার গ্রহণ করেন ডিলান। অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
তবে সুইডিশ একাডেমির এক সদস্য একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে বলেছেন, অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন হয়েছে। ডিলান চমৎকার ও সদয় মানুষ।
ডিলানের নোবেল পুরস্কার নিয়ে নাটকীয়তা কম হয়নি। পুরস্কার ঘোষণার পর এ নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
অনেক দিন পর ডিলান বলেন, নোবেল পাওয়ার খবরে তিনি ভাষা হারিয়ে ফেলেছিলেন। সে কারণেই এত দিন নীরব ছিলেন।
স্টকহোমে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত নোবেল পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে যাননি তিনি। কেবল একটি বার্তা পাঠিয়েছিলেন। ওই অনুষ্ঠানের তিন মাসেরও বেশি সময় পর নোবেল পুরস্কার গ্রহণ করলেন ডিলান।