আন্তর্জাতিক
চিলির নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মিশেল বাসেলেট

ওমেন আই:
দ্বিতীয় বারের মতো চিলির প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছেন সমাজতান্ত্রিক দলের নারী নেত্রী মিশেল বাসেলেট। বন্দরনগরী ভালপ্রাইসোতে অবস্থিত জাতীয় পরিষদে মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রেসিডেন্টের উত্তরীয় পরিয়ে দেন নারী স্পিকার ইসাবেল এলেন্দে। চিলির ইতিহাসে এই প্রথমবারের মতো কোন নারী অন্য এক নারীকে উত্তরীয় পরিয়ে প্রেসিডেন্ট হিসাবে বরণ করে নিলেন। আর গত একশ’ বছরের ইতিহাসে মিসেল বাসেলেটই হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি দুইবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরে, পেরুর প্রেসিডেন্ট ওলান্তা হুমালা এবং বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। সূত্র : বিবিসি।