রাজনীতি
আজ আদালতে যাচ্ছেন না খালেদা

ওমেনআই ডেস্ক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালতে যাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া জানান, নিরাপত্তাজনিত কারণে বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য আদালতে উপস্থিত হবেন না বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে বৃহস্পতিবার রাজধানীর ২৫টি স্থানে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মহানগর পুলিশ। এর মধ্যে বকশীবাজারের আদালতের রাস্তাটিও রয়েছে। সব দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন না।