বিচার থেকে অব্যাহতি পেলেন দেবযানী

ওমেন আই :
ভারতীয় কূটনীতিক দেবযানী খোবড়াগাড়েকে বিচার থেকে রেহাই দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। কূটনীতিক দায়মুক্তি থাকায় অভিযোগ গঠনের আদেশ খারিজ করে ম্যানহাটনের জেলা জজ শিরা শেইন্ডলিন বুধবার এই আদেশ দেন। খবর বিবিসির।
ভিসা জালিয়াতি ও ভুল তথ্য দেয়ার অভিযোগে এই মামলায় গত ১০ জানুয়ারি দেবযানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে নিউইয়র্কের গ্র্যান্ড জুরি। তবে কূটনৈতিক হিসাবে দায়মুক্তি পাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশনা অনুযায়ী ওইদিনই দেশে ফিরে আসেন এই ভারতীয়। এরপর অভিযোগ গঠনের ওই আদেশ বাতিলের জন্য তিনি আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়।
গত ১২ ডিসেম্বর নিউইয়র্কে ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু তাকে প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া, বিবস্ত্র করে দেহ তল্লাশি এবং মাদক কারবারি ও যৌনকর্মীদের সঙ্গে এক সেলে রাখার খবর প্রকাশিত হওয়ার পর উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক।