
ওমেনআই ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তিনি ল্যাব এইড হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। শাকিবের একজন নিকট আত্মীয় বিষয়টি নিশ্চিত করে জানান, শাকিব খান বুকে ব্যথা অনুভব করছিলেন। তাই তাকে হাসপাতালে আনা হয়েছে। ল্যাব এইড হাসপাতালের কাস্টমার কেয়ারের কর্মী সাহারা আক্তার জানান, শাকিব খান অসুস্থ হয়ে জরুরি বিভাগে এসেছেন। এই মুহূর্তে তার ইসিজি করা হচ্ছে। এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘বুধবার রাত ২টার দিকে কিছুটা অসুস্থবোধ করি। ওই সময়ই হাসপাতালের উদ্দেশে বের হই। কিন্তু ভালো লাগায় আবার বাসায় ফিরে আসি।’
তিনি বলেন, ‘এমনিতে সব কিছু ঠিক হয়ে যাবে ভেবে অপেক্ষা করছিলাম। কিন্তু আজ (বৃহস্পতিবার) সকালে ফের অসুস্থবোধ করলে দুপুরে ল্যাবএইডে ভর্তি হই। চেকআপ করে চিকিৎসক পরবর্তী সিদ্ধান্ত নিবেন বলে জানিয়েছেন।’ এদিকে শাকিব খানের স্বজনেরা জানান, শিশু ছেলেকে নিয়ে অপু ইসলাম গত সোমবার আচমকা টিভি চ্যানেলের লাইভে আসায় মানসিকভাবে ভেঙে পড়েন শাকিব খান। সেদিন রাত থেকেই তার মানসিক অবস্থা ভালো ছিল না। এরপর গত কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছেন শাকিব। যদিও তিনি স্ত্রী-সন্তানকে সাদরে মেনে নিয়েছেন।
আগামীকাল শুক্রবার বাংলা নববর্ষের প্রথম দিন থেকে নতুন করে সংসার শুরু করার কথা রয়েছে শাকিব-অপু দম্পতির।