অর্থনীতি
২মে থেকে সর্ববৃহৎ খাদ্য সংগ্রহ অভিযান শুরু

ওমেনআই ডেস্ক : আগামী ২মে থেকে শুরু হচ্ছে সরকারি উদ্যোগে দেশের সববৃহৎ খাদ্য সংগ্রহ অভিযান। আজ রোববার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, অভিযানে ৭ লাখ টন সেদ্ধ ও ১ লাখ টন আতম চাল এবং ৭ লাখ টন ধান সংগ্রহ করা হবে। গত বছরের মতো এবারও সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। প্রতি কেজি ধান ২৪ টাকা ও চাল ৩৪ টাকা দরে কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মে থেকে শুরু হওয়া এই অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রী। খাদ্যমন্ত্রী আরও জানান, এছাড়াও ১ লাখ টন গম সংগ্রহের সিদ্ধান্ত নিয়ে সরকার। প্রতি কেজি গমের মূল্য ২৮ টাকা নির্ধারন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে গম সংগ্রহ শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত।